জিএমপি‘র বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব 388 0
জিএমপি‘র বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব
গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ছিনতাই/দস্যুতার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর একটি আভিযানিক দল জিএমপি,গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা জয়দেবপুর রোড নাঈম বিরিয়ানী হাউস এর উত্তরে রাস্তার মাঝে নির্মানাধীন র্যাপিড ট্রানজিট পিলারের পাশে অভিযান পরিচালনা করেন।অভিযানকালে ধৃত আসামী ১। মোঃ সিফাত(২২),পিতা-মোঃ খোকন বেপারী,মাতা-কহিনুর বেগম,সাং-নরোন,পোঃ-বাসিদেবপুর, থানা-শ্রীপুর,জেলা-গাজীপুর ২। মোঃ নাহিদ(২৩),পিতা-মোবারক হোসেন,মাতা-লাকী,সাং-রথখোলা,থানা-সদর,জিএমপি,গাজীপুর ৩।আশিকুর রহমান আকাশ(২১), পিতা-আবু রায়হান,মাতা-আমেনা,সাং-চাকদো,পোঃ বেরবাড়ি,থানা-সখিপুর,জেলা-টাঙ্গাইল,এপি/সাং-চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট, থানা-বাসন, জিএমপি,গাজীপুর ও ৪। রওশানা আখি,স্বামী-কবির হোসেন,সাং-কালিবাড়ী,পোঃ স্বদেশীবাজার,থানা-কোতয়ালী,জেলা-ময়মনসিংহ,এপি/সাং-জয়দেবপুর (শ্মশান শ্যামল এর বাড়ির ভাড়াটিয়া),জিএমপি,গাজীপুর এবং তাদের দখল হইতে উদ্ধারকৃত ০১(এক) টি সুইচ গিয়ার চাকু, ০১ (এক) টি ফোল্ডিং চাকু ও ০৩(তিন) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ছিনতাই/ডাকাত দলের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার,মোটর সাইকেল,গাড়ী, টাকা পয়সা,মোবাইল,স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই/ডাকাতি করে জন জীবন অতিষ্ঠ করে তুলেছিল।গাজীপুরসহ আশপাশের এলাকায় ছিনতাই/ডাকাতি সংঘটন করে থাকে।তাদের ছিনতাই/ডাকাতির ভয়ে এলাকার লোকজন সর্বদা আতংকে থাকে। র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন দীর্ঘ দিন যাবৎ উক্ত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।